করোনা মহামারি মোকাবিলায় এবার হজ সীমিত করার পরিকল্পনা করছে সৌদি আরব।
সৌদির হজ সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হজ পালনের জন্য প্রত্যেক দেশ থেকে নির্ধারিত কোটার ২০ শতাংশ এবার হজে যেতে পারবেন। ফলে এবার হজের পরিসর হবে ৫ ভাগের এক ভাগ। তবে কিছু সৌদি কর্মকর্তা হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন।
সরকারিভাবে এখন পর্যন্ত ‘প্রতীকী সংখ্যক’ মুসল্লিদের হজের অনুমতি দেয়ার চিন্তাভাবনা চলছে। প্রতি বছর সাধারণত ২৫ লাখ মুসল্লি হজ পালন করলেও এবার মাত্র ৫ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। ওয়ার্ল্ড ওমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ২৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৭৪৬ জনের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি