করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে জোনভিত্তিক লকডাউন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রেড হিসেবে চিহ্নিত পূর্ব রাজাবাজার এলাকায় আজ থেকে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়েছে।
এ সময়ে কেউ ঘর থেকে বের হতে পারবেন না, বন্ধ থাকবে যান চলাচল। তবে, অনলাইনে পণ্য কেনার পাশাপাশি জরুরি সব সেবা পাবে বাসিন্দারা। আর অসহায় মানুষের ঘরে বিনা খরচে খাবার পৌঁছে দিবে সিটি করপোরেশন।
স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান জানান, লকডাউনের ১৪ দিন রাজাবাজারের বাসিন্দাদের মৌলিক চাহিদার সবই পূরণ করবে সিটি করপোরেশন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন কঠোর অবস্থানে। আইন অমান্য করলে তাৎক্ষণিক শাস্তি দেবে ভ্রাম্যমাণ আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি