ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, “ধর্মপ্রতিমন্ত্রীর রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। উনাকে এখন গোপালগঞ্জে নেওয়া হচ্ছে।” শনিবার রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি