জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধ আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহকে আজ (রোববার) বাদ আসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্র থেকে জানা যায়।
শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন )।
আজ দুপুরে সেখান থেকে মরদেহ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন স্বজনরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি