সিলেট সিটি করপোরেশনের (এসসিসি) সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান রবিবার রাতে রাজধানীর এক হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাত ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কামরানের ছেলে চিকিৎসক আরমান আহমেদ শিপলু রাত সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শিপলুর বরাত দিয়ে আওয়ামী লীগের সাবেক নগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ জানান, কামরানের মরদেহ সিলেটে নেয়া হচ্ছে। সূত্র: ইউএনবি