চলতি ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।
আজ (সোমবার) সকালে, সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০ উত্থাপন করেন। পরে বিলটির ওপর বিভিন্ন শেষে তা কণ্ঠ ভোটে পাস হয়।
সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরে তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি অর্থ খরচ করেছে, তার অনুমোদন নিতেই এ সম্পূরক বাজেট পাস হয়। সম্পূরক বাজেটের ওপর আলোচনা ও পাশের পর, আগামী ২৩ জুন সকাল ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি