দেশের সব জেলার মতো করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। এখানে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
তাই জেলাটিতে করোনাভাইরাসের বিস্তার রোধে ইতিমধ্যেই জেলার সদর ও রুমা উপজেলা রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। তবে, এতো কিছুর পরও অনেকেই মেনে চলছে না স্বাস্থ্যবিধি। সপ্তাহে মাত্র দু’দিন বাজার খোলার অনুমতি থাকায় সেখানে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়।
এছাড়া প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে জিনিসপত্র ক্রয়-বিক্রয় করার কথা বললেও, তা মানছে না কেউ। সংশ্লিষ্টরা জানান, এ অবস্থা চলমান থাকলে আরও ভয়াবহ পরিস্থিতিতে পরবে এ পার্বত্য জেলা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি