চমকে দেয়া তার স্বভাব। বয়স পঞ্চাশোর্ধ হলেও এখনো অবিবাহিত। মাঝে মাঝে আবার নিজেই মজা করেন তার বিয়ে নিয়ে। বলছি বলিউড ভাইজান সালমান খানের কথা।
সম্প্রতি এক বিজ্ঞাপনে আবার চমকে দিয়েছেন এই সুপারস্টার। বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি, তাও আবার বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। আর সেই কথাটি এখন টিভি পর্দায় শোনা যাচ্ছে বাংলায়।
তবে এই চমক মূলত বাংলাদেশের দর্শক শ্রোতাদের জন্য। কারণ পেপসি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সালমান খান। আর সে জন্যই পেপসির বিজ্ঞাপনে সালমানের মুখে শোনা গেছে এই কথা।
জুন মাসের শুরু থেকেই পেপসি বাংলাদেশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে বলিউড ব্যাচেলর সালমান খানকে নিয়ে বড়সড় সারপ্রাইজ দেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। অবশেষে সেটি উন্মুক্ত হলো ১১ জুন রাতে।
এটি মূলত পেপসি বাংলাদেশ-এর নতুন বিজ্ঞাপনচিত্র। যেখানে দেখা যায়, কলেজ ক্যাফেটেরিয়ায় বসে থাকা প্রেমিক-প্রেমিকা জুটিকে বিরক্ত করছে এক বখাটে। এমন ঘটনায় বিরক্ত হয়ে সালমান এগিয়ে আসেন। বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে ভারতের এই বিজ্ঞাপনটি।
পেপসি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে সালমান খান কাজ করবেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি