কোভিড-১৯ মহামারীর মধ্যে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।,
মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে দুবাই থেকে ১৫৮ জন বাংলাদেশি ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার এক কর্মকর্তা জানান, প্রত্যেক যাত্রীর জন্য করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, দুই জোড়া ডিসপোজেবল গ্লভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।
দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি