চলচ্চিত্রে সরকারি অনুদান প্রক্রিয়ায় এসেছে নতুন কিছু সিদ্ধান্ত। সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, শিশুতোষ ও তথ্যচিত্র নির্মাণের জন্য প্রতিবছরই আর্থিক অনুদান দেয়া হয় তথ্য মন্ত্রণালয় থেকে। নতুন সিদ্ধান্তে প্রতি ছবিতে সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে বেশি ধার্য করা হয়েছে ২০২০-২১ অর্থ বছর থেকে।
অর্থ বাড়ার সঙ্গে থাকছে কিছু শর্তও। যার মধ্যে অন্যতম, অনুদানপ্রাপ্ত ছবিগুলো নির্মাণ করতে হবে ৯ মাসের মধ্যে, মুক্তি দিতে হবে কমপক্ষে ১০টি প্রেক্ষাগৃহে।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে প্রতিটি ছবি নির্মাণের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল। ২০২০-২১ অর্থ বছরে সেটি বাড়িয়ে করা হলো সর্বোচ্চ ৭৫ লাখ। মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেয়া হবে এবার। আর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র কমপক্ষে ১০টি সিনেমা হলে মুক্তি দেওয়া বাধ্যতামূলক।
এবার একটি শিশুতোষ চলচ্চিত্রসহ মোট ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, নতুন নীতিমালার আলোকে শিগগিরই ১১ সদস্যের অনুদান কমিটি ও ৭ সদস্যের অনুদান বাছাই কমিটি গঠন করা হবে। এরপর ৩১ আগষ্টের মধ্যে চলতি অর্থ বছরের অনুদানের জন্য চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি