জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের আত্মবিকাশকে রুদ্ধ করে দিতেই ১৫ই আগস্টে ঘাতকরা বর্বরোচিত হত্যাকান্ড চালিয়েছিলো বলে মন্তব্য করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড: ফরাস উদ্দিন।
এর আগে সকালে দূতাবাসের প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাই কমিশনার শহীদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম, ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ূন কবির, তাহমিনা ইয়াসমিন, ফরিদ আহমদ সহ অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি