চিরবিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী । হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা গেছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মৃত্যু হয় ৯৩ বছর বয়সী এই রাজনীতিকের ।
গত ৯ সপ্তাহ ধরে এই হাসপাতালে ভর্তি ছিলেন বাজপেয়ী। তার শারীরিক অবস্থা প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছিল।
এরই মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বৃহস্পতিবার সকালে বিজেপির সভাপতি অমিত শাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতালে বাজপেয়ীকে দেখতে যান।
দীর্ঘ দিন ধরেই অটল বিহারী বাজপেয়ীর একটি কিডনি অচল ছিল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তার স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পায়।
১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিন বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব পালন করেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি