অনন্ত জলিল, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও একজন সফল ব্যবসায়ী। এতদিন নিজের প্রযোজিত ছবিতে নিজেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে এসছেন তিনি। এবার প্রথমবারের মতো অনন্ত জলিল প্রযোজিত নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। তার সঙ্গে থাকবেন হিরো আলমও।
১৯ জুন শুক্রবার গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অনন্ত জলিল। তিনি বলেন, বৃহস্পতিবার ইমন এবং হিরো আলম দুজনেই চুক্তিবদ্ধ হয়েছে, সাইনিং মানিও দিয়েছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শুটিং শুরু হবে।
তবে ইমনকে নিয়ে নির্মিত এ ছবিতে অনন্ত জলিল অভিনয় করবেন কিনা সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে অনন্ত জলিল জানিয়েছেন, ইমন ও হিরো আলম ছবিতে অনন্তকে অভিনয়ের কথা বলেছেন কিন্তু অনন্ত কোনো সিদ্ধান্ত নেননি। যদি অনন্ত অভিনয় করেন তাহলে হয়ত অতিথি চরিত্রে অভিনয় করবেন, সঙ্গে বর্ষাকেই রাখবেন।
‘মানুষ মানুষের জন্য’ নামে একটি অনুষ্ঠানের প্রথম পর্বে ইমন ও হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা দিয়েছেন। কিন্তু ছবির নাম নায়িকা এবং পরিচালক সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে অনন্ত জলিল জানিয়েছেন, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিচালক, নায়িকা ও ছবির নাম ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ইমন জানান, অনন্ত জলিল ভাই তার ভীষণ পছন্দের একজন মানুষ। ১৮ জুন বৃহস্পতিবার সাভারের তার অফিসে গিয়ে ইমন জানতে পেরেছেন অনন্তর নতুন ছবির কেন্দ্রিয় চরিত্রে তিনি থাকবো।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। ছবিতে বরাবরের মতই অনন্তর বিপরীতে রয়েছেন বর্ষা। আন্তর্জাতিক মাদক চোরাচালান কে মূল উপজীব্য করে নির্মিত ছবিটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
নিউজ ডেস্ক/বিজয় টিভি