দেশের অধস্তন আদালতের ২০ বিচারকসহ আদালতের ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধস্তন আদালতের ৫৯ কর্মকর্তা এবং হাইকোর্টের ২৪ কর্মকর্তা রয়েছেন।
আজ, সুপ্রিমকোর্ট থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনার সময় এই বিচারক ও কর্মচারীরা করোনায় আক্রান্ত হন।
এছাড়া, আরও ৬ জন বিচারক বর্তমানে আইসোলেশনে রয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক ও কর্মচারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার জজদেরকে অনুরোধ করা হয়েছে।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা আক্রান্ত বিচারক ও কর্মচারীদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।