দেশের ফোক সংগীতের বরেণ্য শিল্পী মমতাজ। অবশ্য এই পরিচয়ের বাইরে দেশের একজন সফল সংসদ সদস্য তিনি। করোনার কারণে লম্বা সময় ধরে মহাখালী ডিওএইচএসের বাড়িতে পরিবার নিয়ে ঘরবন্দী ছিলেন মমতাজ। এভাবে ঘরবন্দি থাকতে থাকতে অস্থির হয়ে উঠছিল তাঁর সন্তানেরা।
তাই সন্তানদের আবদারে গত ১৮ জুন বৃহস্পতিবার বাড়ির সবাইকে নিয়ে শহর থেকে দূরে, নিরিবিলি পরিবেশে সময় কাটাতে নিজ সংসদীয় এলাকা মানিকগঞ্জে যান মমতাজ। তিনি জানান, সবুজের কাছাকাছি থাকা, খোলা জায়গায় ঘুরে বেড়ানো ছাড়াও এলাকার মানুষদের কাছাকাছি থাকতে পারবেন বলেই এ সিদ্ধান্ত নেওয়া।
(এই ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ )