চলমান করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাবে বাড়ি থেকে কাজ করা হল সব চাইতে সময়োপযোগী ব্যাবস্থা। কোভিড-১৯ এর কারণে সাধারণ মানুষের মতই ঘরে বসে কাজের পন্থা বেছে নিয়েছেন তারকারা। চলমান লকডাউনে তাই ঘরেই স্বল্পদৈর্ঘ্য ছবি ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন বলিউড তারকারা।
সেই ধারাবাহিকতায় এবার বলিউড বাদশা শাহরুখ খান শুটিং করলেন নিজ বাড়ি মান্নতের ব্যালকনিতে। ২৬ জুন শুক্রবার বিকালে চারপাশে ক্যামেরা সহ বেশ হিরোইক স্টাইলে ব্যালকনিতে হাঁটতে দেখা গেছে কিং খানকে। চোখে সানগ্লাস,কালো শার্ট আর নীল জিন্সে বরাবরের মতই ফিটফাট দেখাচ্ছিল শাহরুখকে।
দ্রুত সময়ের মধ্যাই মান্নতের ব্যালকনিতে শাহরুখের কাজ করার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও দেখে বেশ আনন্দিত শাহরুখ ভক্তরা। তাঁদের মধ্যে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকদিন পর।’ আরেকজন ‘কিং অব বলিউড’ আখ্যা দিয়ে আগামী ছবির জন্য শুভকামনা জানিয়েছেন শাহরুখকে।
ধরে নেওয়া হচ্ছে সচেতনতামূলক কোনও বক্তব্য ছড়িয়ে দিতে বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন শাহরুখ। সবশেষ ২০১৮ সালে বড় পর্দায় আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে অভিনয় করেন শাহরুখ। ছবিটি বক্স অফিসে সফলনা হওয়ায় দীর্ঘদিন বড়পর্দা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন বলিউড বাদশাহ।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ও মাধবন পরিচালিত ‘রকেট্রি: দ্য নামবি ইফেক্ট’-এ শাহরুখকে অতিথি চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। তবে এখনও নিজের নতুন ছবির ঘোষণা দেননি শাহরুখ খান।
করোনা মোকাবিলায় চলমান লকডাউনে তহবিল সংগ্রহে একাধিক কনসার্ট ও লাইভ ভিডিওতে অংশগ্রহণ করে এবং ব্যক্তিগত ভাবে করোনা পরিস্থিতিতে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা দিয়ে ভুমিকা রেখেছেন শাহরুখ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি