রাজধানীর দুই সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে তেইশ হাজার মেট্রিকটন বর্জ্য অপসারণ করেছে বলে দাবি করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কর্পোরেশনের তথ্যমতে দুই সিটির একটিতে শতভাগ এবং অন্যটিতে ৯০ ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
পুরনো ঢাকায় দ্বিতীয় দিনে যেসব কোরবানি হয়েছে, সেগুলো পরিষ্কারেও কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। নাগরিকরাও কর্পোরেশনের কাজে সন্তুষ্ট।
সংবাদ সম্মেলন করে উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বর্জ্যই সরিয়ে নেয়া হয়েছে। তবে উত্তর সিটির দাবি অনুযায়ী সব সড়ক ও অলিগলি পরিষ্কার হয়নি। কয়েকটি স্থানে পশুর বর্জ্য জমে থাকতে দেখা গেছে।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক