বীরাঙ্গণা রমা চৌধুরী আর নেই। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গতকাল সন্ধ্যায় ‘একাত্তরের জননী’ খ্যাত রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। আজ ভোর সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তখন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
বীরাঙ্গণা, কথা সাহিত্যিক রমা চৌধুরীর মৃত্যুতে সমাজ কল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ পৃথক শোক বিবৃতিতে তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে রমা চৌধুরীর অবদান ও ত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি