৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বলেন, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণে তালিকা প্রকাশ ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এবারের জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ।
ইসি সচিব আরও জানান, এবার প্রায় ৭ লাখ কর্মকর্তা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবেন। এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনের সময় সরকার, রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে দায়িত্ব দেবে তা পালন করতে প্রস্তুত বিজিবি।
সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছেও বিশেষ সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি