শচীন জানিয়েছেন তার গাড়িটি মারুতি ৮০০ মডেলের ছিল – যেটি ৯০ এর দশকে ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয় ছিল।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন গাড়ির খবর জানলে তারা যেন তার সাথে যোগাযোগ করে। তবে এর বেশি কিছু জানাননি তিনি।
২০১৩ সালে ক্রিকেট থেকে অবসরন নিলেও ভারতের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে রয়েছেন টেন্ডুলকার।
অনলাইনে একটি ওয়েব চ্যাট শো’তে তিনি জানান যে পেশাদার ক্রিকেটার হওয়ার পরপর তিনি এ গাড়িটি কিনেছিলেন।
সেসময় ভারতীয়দের কাছে মারুতি ৮০০ গাড়ির চেয়ে অনেক বড় কিছু ছিল। সেসময় ভারতীয় মধ্যবিত্তদের স্বপ্ন, আশা ও সামাজিক মর্যাদার প্রতীক মনে করা হত এটিকে।
শচীন বলেন ক্রিকেটে তার অবস্থার উন্নতির সাথে সাথে একাধিক গাড়ি কেনার পর তিনি তার পুরনো গাড়িটি বিক্রি করে দেন।
গাড়ির বিষয়ে সবসময় তার আকর্ষণের পেছনের কারণ সম্পর্কেও মন্তব্য করেন তিনি।
“আমার বাড়ির কাছে বিশাল একটি সিনেমা হল ছিল, যেখানে গাড়ি পার্ক করে গাড়ির ভেতরে বসেই সিনেমা দেখতে হতো।
আমি আর আমার ভাই ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে গাড়িগুলো দেখতাম।” সূত্র বিবিসি বাংলা