কয়েক বছর ধরে ছোটপর্দায় রাজত্ব করছেন অভিনেত্রী মেহজাবীন। আর দিবস কেন্ত্রিক নাটকগুলোতে তাকে ছাড়া যেন ভাবা যায় না।
সেই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তারই গান ‘আবার ভালোবাসার সাধ জাগে’ থেকে অনুপ্রাণিত নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। তুহিন হোসেন পরিচালিত নাটকে বৃদ্ধ লুকে অভিনয় করেছেন মেহজাবিন।
ছোট পর্দার অভিনেতা সাব্বির আহমেদ। নাটকে সবাই তাকে ডাকে ছোট সাব্বির নামে। ২৫ আগস্ট এই অভিনেতা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী নাসরুমা নাসির, মাগুরা সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। দুই পরিবারের সবার উপস্থিতিতে মাগুরায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন