যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধেয়ে আসছে ‘ক্যাটাগরি থ্রি’ হ্যারিকেন মাইকেল। হ্যারিকেনের ধরন অনুযায়ী ক্যাটাগরি থ্রি বা তার ওপরের স্তরকে বড় ধরনের হ্যারিকেন হিসেবে বিবেচনা করা হয়। হ্যারিকেনের ধরন অনুযায়ী ক্যাটাগরি থ্রি বা তার ওপরের স্তরকে বড় ধরনের হ্যারিকেন হিসেবে বিবেচনা করা হয়।
এনএইচসির সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, এটা ক্যাটাগরি ফোরেও রূপ নিতে পারে। ক্যাটাগরি ফোর হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার হ্যারিকেন। বর্তমানে এ ঝড়টির গতিবেগ ঘণ্টায় একটানা ১২০ মাইল। এ কারণে ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূল অতিক্রম করার পর হ্যারিকেনটি দুর্বল হয়ে পড়বে।
সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরে ফ্লোরিডায় এ ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার ।
হ্যারিকেন মাইকেল সম্পর্কে ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, ধারণা করা হচ্ছে গত কয়েক দশকে ফ্লোরিডার প্যানহানডেলে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে যাচ্ছে মাইকেল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি ত্রাণ পৌঁছাতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে নির্দেশ দিয়েছেন তিনি।
হ্যারিকেন মাইকেলের কারণে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি