ক্রীড়া অঙ্গনে একটি পরিচিত নাম বিরাট কোহলি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৭ সালে বেশ ধুমধাম করে বিয়ে হয় এই দুই অঙ্গনের দুই তারকার। এরপর থেকেই বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এই দম্পতি।
এবার তাদের আলোচনায় আসার কারণ একটি আনন্দের খবর নিয়ে। মা হতে চলেছেন আনুশকা শর্মা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুশকা শর্মা ও বিরাট কোহলি এ খবর জানিয়েছেন। সেখানে হাস্যোজ্জ্বল একটি ছবিও শেয়ার করেন তারা।
এই ছবির ক্যাপশনে লিখেছেন: ‘আমরা তিনজন হতে যাচ্ছি। ২০২১ সালের জানুয়ারিতে নতুন মানুষ আসছে।’ আর তাতেই যা বোঝার বুঝে নিয়েছেন ভক্ত, শুভানুধ্যায়ীরা। তারাও এমন একটি খুশির খবর শোনার অপেক্ষায় ছিলেন।
আনুশকার পোস্টে একঘণ্টায় লাইক পড়েছে ১৭ লাখের বেশি। পাশাপাশি বলিউড ও দক্ষিণী ছবির তারকারা এই দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করছেন। ভারতের ক্রীড়াঙ্গন থেকেও এসেছে অভিনন্দন বার্তা।
২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মা অভিনীত সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। সর্বশেষ অভিনয় ছাড়াই বুলবুল ছবিটি প্রযোজনা করে আলোচিত হন আনুশকা।