২০১৮ সালের কথা। নুহাশ হুমায়ূনের পরিকল্পনা ও নির্দেশনায় অন্তর্জালে প্রকাশ পায় মিউজিক্যাল ফিল্ম ‘খোকা’। ভিডিওতে চমক হিসেবে ধরা দেন এই গানের দুই শিল্পী প্রীতম হাসান ও ফেরদৌস ওয়াহিদ। ভিডিওতে ভিন্ন লুকে হাজির হন তারা।
প্রীতম হাসানের সুর ও কণ্ঠে ‘খোকা’ গানটি এখন পর্যন্ত ১১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে অন্তর্জালে। গানটি রাতারাতি দারুণ জনপ্রিয়তা পায়। গানটির ভিডিওতে মডেল হিসেবে ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
এবার করোনা সময়ে চিত্রনায়ক সিয়াম আহমেদ কণ্ঠে তুলে নিয়েছেন প্রীতমের গাওয়া ‘খোকা’ গানটি। মূলত গানটি কভার করেছেন সিয়াম। আর গানটি প্রকাশ করা হয়েছে সিয়ামের ইউটিউব চ্যানেলে। করোনাকালে ভক্তদের জন্য নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন জনপ্রিয় এই নায়ক।
গানটির জন্য সিয়াম প্রশংসা পাচ্ছেন শ্রোতাদেরও। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন সিয়াম। ভক্ত ও দর্শকদের কাছে ভিডিও আইডিয়া কন্টেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। পরবর্তীতে এসব থেকেই অপেক্ষা করছে নতুন কিছুর চমক।
নিউজ ডেস্ক/বিজয় টিভি