অনিঃশেষ বন্ধুত্বের গল্প নির্মাতা ফাখরুল আরেফীন খানের সিনেমা ‘গণ্ডি’। চলতি বছরের গেল ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবির গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে।
রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। ছবিতে আরও অভিনয় করেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাষীষ ভেীমিক, পায়েল মুখার্জি সহ অনেকে।
নতুন খবর হল, দেশের গণ্ডি পেরিয়ে এবার লন্ডনে প্রদর্শীত হবে ফাখরুল আরেফীন খান নির্মিত চলচ্চিত্র ‘গণ্ডি’। আসছে ১৮ অক্টোবর ২০২০ থেকে লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’ যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘গণ্ডি’।
বিশ্বখ্যাত এইচবিও চ্যানেলের সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’-এ অভিনয় করে চলতি বছরের শুরুতেই আলোচনায় আসেন বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। ছয় পর্বের ‘ইনভিজিবল স্টোরিজ’ সিরিজটির একটি গল্পে অভিনয় করেছেন দীপ। নতুন খবর হল, আন্তর্জাতিক পর্যায়ের প্রথম কাজেই বাজিমাত করলেন এই অভিনেতা।
সিঙ্গাপুরভিত্তিক ‘দ্য কনেটেন্টএশিয়া অ্যাওয়ার্ডস’-এ সেরা ড্রামার খেতাব পেয়েছে ‘ইনভিজিবল স্টোরিজ’ সিরিজটি। ‘কনটেন্ট এশিয়া’ মেধার ভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। প্রথমবারের মতো চলমান করোনা সময়ে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে, সেগুলোকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে এবার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি