নায়ক মান্না ও নায়িকা মৌসুমী অভিনীত সিনেমা বীর সৈনিক। ২০০৩ সালে মুক্তি পায় ছবিটি। এই ছবিটিতে স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করার অভিযোগ উটেছে।
ছবিটি সিস মিডিয়া এবং লাভা মুভিজের ইউটিউবে ২০১৯ সালে প্রকাশ পায়। সেখানে দেখা যায় ৭ মার্চের কথা এবং ভাষণ কেটে দেয়া হয়েছে।
এমনকী স্বাধীনতার ঘোষকের ইতিহাসটি করা হয়েছে বিকৃত। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অনেকবার কতা বলেও প্রতিকার না পেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান মাকসুদুল হক ইমু।
ছবিটি আগে মুক্তি পেলেও মুজিব জন্মশতবর্ষে এমন বিকৃত কনটেন্ট ইউটিউবে প্রকাশ করাটা অন্যায় বলে মনে করেন তিনি। তাই এই উকিল নোটিশ।
সিস মিডিয়া এবং লাভা মুভিজের ইউটিউব চ্যানেলে আপাতত দেখা যাচ্ছে না বীর সৈনিক ছবিটি।