সবশেষ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পরীমনি জুটি বেঁধে কাজ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। তবে বড়পর্দাতে আর দেখা যায়নি তাদের। কারণ ছবিটির মুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়ায় করোনা। মার্চেই ছবিটি মুক্তির কথা কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি।
এদিকে দেশে করোনা সংক্রমণের মধ্যেই গেল ১৪ মার্চ ঢাকার সদরঘাট থেকে লঞ্চ নিয়ে শুটিংয়ে গিয়েছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির টিম। সিয়াম ও পরিমনি ছাড়াও একঝাঁক শিশু ছিল তাদের সঙ্গে। করোনার সংক্রমণ এবং প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ৮ দিনের শুটিং বাকি রেখেই ফেরত আসতে হয় তাদের।
এদিকে গেল ৪ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যশোরের উদ্দেশে উড়াল দিয়েছেন নির্মাতা রায়হান জুয়েল, নায়িকা পরীমনি, নায়ক সিয়াম আহমেদসহ ছবির টিম। যশোর থেকে তাদের গন্তব্য এবার খুলনা।
নির্মাতা রায়হান জুয়েল জানিয়েছেন, ৫ দিনের সফরে বেরিয়েছেন তারা। এ সময় শুটিং করবেন খুলনার বেশক’টি নদী অঞ্চলে। সেখান থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ১১ তারিখ থেকে আরও কয়েকদিন শুট করবেন সদরঘাট অঞ্চলে।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।