মুখোশ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান। ৬ সেপ্টেম্বর ছিল নায়ক সালমান শাহের ২৪ তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণে রাখতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়া।
মুখোশ ছবিটি পরিচালনা করছেণ ইফতেখার শুভ। তার নির্মাণ প্রতীক্ষিত সরকারি অনুদানের ছবিটিতে নায়িকা হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।
পরিচালক জানান রোশানের ভেতর নাকি তিনি সালমান শাহ-এর সকল গুণাবলী খুঁজে পান। ভবিষ্যৎ বলে দেবে, তার এই ধারণার ফলাফল। তাছাড়া রোশান নিজেও প্রয়াত সালমান শাহের অন্ধ ভক্ত ও অনুসারী।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘লেখক’ নামে মনোনীত হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ চূড়ান্ত করেন এর নির্মাতা ইফতেখার শুভ।
চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার ইচ্ছা পরিচালকের। ব্যাচেলর ডটকম প্রডাকশনের ব্যানারে ‘মুখোশ’ নির্মিত হচ্ছে। এর আগে টিভি পর্দার জন্য অনেক কাজ করলেও বড় পর্দার জন্য ইফতেখার শুভর প্রথম কাজ এটি।