করোনাভাইরাসে আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। করোনা ছাড়াও আরও কিছু শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ১২ সেপ্টেম্বর রাতে শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন গণমাধ্যমকে জানান, গত ৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষা করে হলে রিপোর্ট পজিটিভ আসে।
‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি