জেনিফার লোপেজ। বিশ্ব সংগীতেই তার আধিপত্য। তবে এবার গানে নয় সিনেমায় সরব হতে যাচ্ছেন গায়িকা। এদিকে, গানের ভুবনের উজ্জ্বল নক্ষত্র কলম্বিয়ান গায়ক মালুমা সম্প্রতি ম্যাডোনার সঙ্গে ‘ম্যাডেলিন’গানে কণ্ঠ দিয়ে গ্লোবাল সেনসেশনে পরিণত হয়েছেন। লোপেজ এবং মালুমা- এই দুই তারকা ভালোবাসা দিবসে নিয়ে আসছেন রোমান্টিক-কমেডি ছবি নিয়ে।
গান থেকে এবার রম-কম সিনেমায় ফিরে আসছেন গায়িকা জেনিফার লোপেজ। ভালোবাসা দিবসে ভক্তদের ভালোবাসা সিক্ত করতে ঘোষণা দিয়েছেন তার নতুন ছবি মুক্তির। ছবির নাম ম্যারি মি। সম্প্রতি প্রকাশ করেছেন এই ছবির একটি টিজার।
ম্যারি মির অন্যতম চমক ল্যাটিন মিউজিক সুপারস্টার মালুমা। সিনেমায় কলম্বিয়ার এই গায়কের বাগদত্তার চরিত্রে অভিনয় করবেন জেনিফার লোপেজ। মূলত ‘ম্যারি মি’ নামটিও নেয়া লোপেজ ও মালুমার গান থেকে। এর মাধ্যমে ফিচার-ফিল্মে অভিষেক হতে যাচ্ছে মালুমার।
সিনেমায় জেনিফার একজন পপ সুপারস্টার, অন্যদিকে মালুমা হচ্ছেন রকস্টার। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু আগ মুহূর্তেই শোনা যায়, মালুমা তাকে প্রতারণা করে পালিয়েছে। ঘটনাক্রমে জেনিফার বিয়ে করেন এক গণিত শিক্ষককে। এই ভূমিকায় রয়েছেন ওয়েন উইলসন।
ম্যারি মি মূলত ববি ক্রসবির গ্রাফিক নভেল অবলম্বনে নির্মিত। এটি পরিচালনা করছেন ক্যাট কইরো। ছবিটি ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি