করোনাকালীন এই সময়ের শুরু থেকে ঘরবন্দি সময় কাটিয়েছেন বলিউড তারকারা। তবে বেশিরভাগ তারকাই এই সময় কাজে লাগিয়েছেন অভিনয়ের বাইরে নতুন কিছু করে। যেমন নিজের চিরচেনা ও পরিচিত গণ্ডির বাইয়ে এসে শাহরুখ পত্নী গৌরি খান লিখতে শুরু করেছেন। আর সেই লেখা থেকে হবে বই।
ডিজাইনার হিসেবে নামডাক রয়েছে শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের। তিনি বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকাদের বাড়ি সাজিয়েছেন। এবার প্রকাশ্যে এল তার আরো এক নতুন প্রতিভা। হ্যাঁ, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করবেন গৌরি খান।
আসছে বছর ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের তার লেখা একটি বই প্রকাশ পাবে তার। বইটিতে থাকবে তার ডিজাইনার হয়ে ওঠার নানা গল্প।
ক্যারিয়ারে গৌরি খান বহুবার নতুন নতুন বিষয় নিয়ে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারে সাফল্যের অনন্য মাত্রা এনেছে এই ইন্টিরিয়র ডিজাইনারের কাজটি। আর তাইতো জীবনের এই অভিজ্ঞতা গুলোর কথা বইটির মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান তিনি।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে গৌরি জানান যে, আমি সত্যিই খুব আনন্দিত পেঙ্গুইন এবুরি প্রেসের সাথে কাজ করে। ‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটি আমার খুব কাছের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি