নির্মাতা রেদওয়ান রনি। এখন পর্যন্ত নির্মাণ করেছেন দুটি চলচ্চিত্র। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটি যেমন পায় জনপ্রিয়তা, তেমনি ৫টি বিভাগে অর্জন করে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অন্যদিকে, শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ছুঁয়ে দিলে মন। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। প্রথম সিনেমায় প্রসংশিত হন পরিচালক এবং ছবিটির গল্প।
মেধাবী নির্মাতা হিসেবে এই দুই পরিচালকের সুনাম রয়েছে দর্শক মহলে। এবার নাকি এই দুই নির্মাতা কাজ করতে যাচ্ছেন এক প্রকল্পে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দুই নির্মাতা।
রেদওয়ান রনি জানিয়েছেন এই প্রকল্পে একজন পরিচালক অন্যজন প্রযোজক। ধারণা করা হচ্ছে এই প্রকল্পে প্রযোজক হবেন রেদওয়ান রনি। কারণ তিনি বিজয় টিভির অনুষ্ঠানে জানিয়েছিলেন কোনো একটি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তিনি।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাই বলা যায় রেদওয়ান রনির প্রযোজনায় এবার পরিচালনা করবেন শিহাব শাহীন।