১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিনেত্রী অপু বিশ্বাসের মা। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।
অপু বিশ্বাস জানান স্ট্রোক করলে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁর মা শেফালি বিশ্বাসকে। চিকিৎসকরা জানান, স্ট্রোকের পাশাপাশি তার ফুসফুসে পানি জমেছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেফালি বিশ্বাসকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়।
অপু বিশ্বাস জানান, তার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে অপু বিশ্বাস চিরকৃতজ্ঞ।’
শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়া নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই হবে তার শেষকৃত্য। উপেন্দ্রনাথ বিশ্বাস ও শেফালি বিশ্বাস দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি