ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন গল্প বিরল। এবার দেশের ইতিহাসে সিনেমার চরিত্রের প্রয়োজনে দৃষ্টান্ত স্থাপন করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ঢাকা অ্যাটাক খ্যাত নায়ক শুভ তার ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কাজটি করেছেন।
হলিউড কিংবা বলিউডে সিনেমায় চরিত্রের প্রয়োজনে নায়ক-নায়িকাকে সিনেমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য নিজের বাহ্যিক পরিবর্তন হরহামেশাই করতে দেখা যায়। কিন্তু ঢালিউডে সিনেমার জন্য তারকাদের এমন প্রস্তুতি তেমন চোখে পড়ে না।
গেল ১৭ সেপ্টেম্বর চিত্রনায়ক শুভ তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সিনেমার প্রয়োজনে নিজেকে বদলে ফেলার ভিডিওচিত্র। সাড়ে সাত মিনিট দৈর্ঘ্যের এই সেলফ ডুকমেন্টারিতে শুভ প্রকাশ করেছেন নিজেকে বদলে ফেলার নেপথ্যের সব গল্প।
৯৪ কেজি থেকে কেমন করে সিক্স প্যাক অর্জন করেছেন চিত্রনায়ক শুভ? সেটি করতে গিয়ে তিনি কত রকমের জীবন সংকটে পড়েছেন, এই তথ্যচিত্রে সেটিও বিস্তারিত জানিয়েছেন শুভ। মূলত মিশন এক্সট্রিম ছবিটি করতে গিয়েই এই তথ্যচিত্রটির কাজ করে গেছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়কের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তির অপেক্ষায়। করোনার কারণে শুভর শুটিং স্থগিত রয়েছে শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ সিনেমার। আসছে নভেম্বরে করোনার বিরতি ভেঙ্গে শুভ শুরু করবেন ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর কাজ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি