বলিউডের নতুন জুটি হচ্ছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। পরিচালক লভ রঞ্জনের পরের ছবির নায়ক-নায়িকা রণবীর ও শ্রদ্ধা। কিছুদিন আগেই পরিচালকের অফিসের বাইরে দুই অভিনেতাকেই দেখা গেছে। আর তাতেই জল্পনা শুরু ।
আগস্টে এ ছবির শুটিং শুরু করার কথা ছিল পরিচালক লাভ রঞ্জনের। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। শিগগির শুটিং শুরু করবেন নির্মাতারা। খবর অনুযায়ী, নভেম্বরে রণবীর আর শ্রদ্ধা মুম্বাইয়ে এ ছবির শুটিং শুরু করবেন।
লাভ রঞ্জনের এ ছবি রোমান্টিক-কমেডি ধাঁচের। শ্রদ্ধাকে এ ছবিতে খাদ্য পরিবেশিকা হিসেবে দেখা যাবে। নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং ছয় মাসের মধ্যে শেষ করবেন লাভ রঞ্জন।
এর আগে লাভ রঞ্জন ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘আকাশ বাণী’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘দে দে পেয়ার দে’-র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এদিকে বলিউডে নতুন প্রজন্মের সফল এ দুই তারকা জুটি হওয়ায় উচ্ছ্বসিত তাদের ভক্তরা। তাদের প্রথম ছবিটি বক্স অফিস মাতাবে বলে প্রত্যাশা করছেন তারা।