যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আটকের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে সেপ্টেম্বর মাসে এই আটকের সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে। গত মাসে এই সীমান্ত থেকে অন্তত ১৭ হাজার জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, সীমান্তে অভিবাসী পরিবারগুলোর উপস্থিতিতে ‘সীমান্ত সংকট’ তৈরি হয়েছে। শিশুদের সুরক্ষায় প্রণিত মার্কিন আইনের কারণে তাদের আটক ও পাঠিয়ে দেওয়া সহজ হয় না।
মার্কিন প্রতিবেদন বলছে, ২০১৮ অর্থ বছরে প্রায় ৩ লাখ ৯৭ হাজার অভিবাসীকে আটক করেছে সীমান্ত কর্মকর্তারা। এর ৪০ শতাংশই পরিবার বিচ্ছিন্ন কিংবা পরিবারের সাথে থাকা শিশু। ২০১২ সালে এর হার ছিল ১০ শতাংশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি