চট্টগ্রামে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৬৯ জনে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৫টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৮ জন এবং বিভিন্ন উপজেলার ৭ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯৮ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি