বিএনপির সন্ত্রাসীরাই ঐক্যফ্রন্টের নামে মাথাচাড়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত ‘ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাঁকঢাক দিয়ে যে ঐক্য গঠন করা হয়েছে তা ডিম ফোঁটার আগেই ফেটে গেছে। অন্যায়ের কখনও জয় হবে না। জনগন শক্ত হাতে সন্ত্রাসীদের দমন করবে।
আরও বলেন, এই সরকার দেশ ও জনগনের সরকার, এই সরকার উন্নয়নের সরকার। এ ধারা অব্যাহত রাখতে জনগনের কাছে ভোট চান।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সংগঠনের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি