চার মাস ধরে ভারতে অন্যতম আলোচিত নাম রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার জীবনের নানা পর্ব বেরিয়ে পড়েছে। সুশান্তের মৃত্যু ঘিরে একদল যেমন রিয়ার সমালোচনা করছেন তেমনি আরেক দল এই বলিউড নায়িকার প্রতি সহানুভূতিশীল হয়েছে।
বেশ কিছু নির্মাতার মতে, রিয়ার জীবনে অনেক চড়াই-উতরাই আছে। একটা চমৎকার ‘হিট’ সিনেমার গল্পের জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে ২৮ বছর বয়সী রিয়ার জীবনে। তাই তারা এই সুযোগটি কাজে লাগাতে চান।
জেল থেকে রিয়া চক্রবর্তী ছাড়া পেলেই তার সঙ্গে দেখা করবেন এই নির্মাতারা। রিয়াকে নিয়ে প্রকাশিত সব তথ্য তারা টুকে রাখছেন। সেগুলোর সমন্বয়ে প্রাথমিক চিত্রনাট্য নির্মাণের প্রস্তুতি চলছে।
এদিকে রিয়াও তার জীবন নিয়ে একটা বই লেখার কথা ভাবছেন। এই বইতে তিনি নিজের কথা খোলা মনে বলতে চান। রিয়ার জীবনে যে জটিলতা চলছে, এক মধ্যবিত্ত বাড়ির এক বাঙালি কন্যার জীবনের; সেই টানাপোড়েনই এবার তুলে ধরা হবে, রুপালি পর্দায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি