আমেরিকার ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ৩ এপ্রিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয় আগামী নভেম্বর পর্যন্ত। কিন্তু এখনো করোনা পরিস্থিতি অনুকূলে বলে মনে করছেন না এর প্রযোজনা সংস্থা।
মূলত চলমান করোনা পরিস্থিতির কারণেই চলতি বছরের পরিবর্তে আসছে বছরের ২ এপ্রিল ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
ছবিটিতে পঞ্চম ও শেষবারের মতো আয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। গল্পে অপহৃত একজন বিজ্ঞানীকে উদ্ধার করতে গিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রহস্যময় ভিলেনের মুখোমুখি হবে জেমস বন্ড।
২৫তম বন্ড ছবির অফিসিয়াল থিম সং গেয়েছেন আমেরিকান পপ গায়িকা বিলি আইলিশ। তার ইউটিউবে গত ১ অক্টোবর ‘নো টাইম টু ডাই’ শীর্ষক মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। বন্ড ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এর থিম সং গাওয়া সর্বকনিষ্ঠ সংগীতশিল্পী এই কিশোরী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি