সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ ডিক্রি পাস হয়। যেখানে এসব নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাস্ক পরাসহ এসব বিধিনিষেধ ছাড়াও ৩১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে মন্ত্রিসভা।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৬ আগস্টে সংক্রমণের সংখ্যা যেখানে প্রায় ১২ হাজার ৭০০ জন ছিল। বুধবার পর্যন্ত সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৭৬ জনে।
নতুন করে সংক্রমিত হওয়াসহ ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ৯৪০ জন সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩০৩ জন সুস্থ হলেও ৩৬ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি