করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। আর সুইডিশ এই অভিজ্ঞ তারকার দুই গোলে শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করে আটালান্টাকে হটিয়ে সিরি-এ টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে এসি মিলান। এদিকে নাপোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে শীর্ষ স্থান হারিয়েছে আটালান্টা।
কিন্তু কোয়ারেন্টাইনে থাকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস পয়েন্ট হারাতে বাধ্য হয়েছে। নবাগত ক্রোটনের সাথে ১-১ গোলে ড্র করে মৌসুমে চার ম্যাচে দ্বিতীয় ড্র করলো জুভেন্টাস। এবারের লিগে প্রথম পয়েন্ট সংগ্রহ করে ক্রোটন তলানি থেকে দুই ধাপ উপরে উঠে এসেছে।
দ্বিতীয় ম্যাচে জোড়া গোল পাওয়া ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমি গোলের জন্য অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম এবং এটাই আজ আমার খেলার মধ্যে দেখা গেছে। তারা দুই সপ্তাহ ভুল করে একজন প্রাণীকে খাঁচায় আটকে রেখেছিল। হঠাৎ করেই মাঠের থেকে গিয়ে দুই সপ্তাহ ঘর বন্দী থাকাটা মানসিক ভাবে প্রচন্ড একটি চাপ তৈরী করেছিল।
শরীরও সায় দিচ্ছিলনা। আমি খাবারের স্বাদ কিছুটা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু প্রতি তিন দিনে আমি নিজেকে একটু একটু করে প্রস্তুত করে তুলেছি, কেউই আমকে মিলান ডার্বি খেলতে বাঁধা দিতে পারতো না। এই ডার্বি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত চার বছর যাবত এসি মিলান এই ডার্বিতে জয়ী হতে পারেনি।’
৩৯ বছর বয়সী ইব্রাহিমোভিচ গতকাল ১৬ মিনিটের মধ্যেই দুই গোল দিয়ে মিলানের জয় নিশ্চিত করেছেন। ফেব্রুয়ারিতে দুই দলের মোকাবেলায় ইন্টারের ৪-২ গোলের জয়ের ম্যাচটিতেও ইব্রাহিমোভিচ গোল করেছিলেন। ১৩ মিনিটে স্পট কিক থেকে গোলের সুযোগ নষ্ট করলেও ফিরতি বলে মিলানকে এগিয়ে দেন ইব্রা। তিন মিনিট পর রাফায়েল লিওর নিখুঁত ক্রস থেকে ব্যবধান দ্বিগুন করেন। ২৯ মিনিটে রোমেলু লুকাকু ইন্টারের হয়ে এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। এ্যান্টোনিও কন্টের দলটি কোভিড-১৯ এর কারনে ছয়জন খেলোয়াড়কে কাল দলে পায়নি। (বাসস)