চট্টগ্রামে নতুন করে ৯৪ জনের শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব ধরা পড়ে। সংক্রমণ হার ৭ দশমিক ৯৯ শতাংশ। এদিনও করোনাক্রান্ত কারো মৃত্যু না হওয়ায় টানা অষ্টম মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রামবাসী।
আজ (শুক্রবার) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৭৬ জন শহরের বাসিন্দা এবং ১৮ জন গ্রামের। ফলে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা এখন ২০ হাজার ৫৫৯ জন। সংক্রমণের হার কিছুটা কমেছে (৭ দশমিক ৯৯ শতাংশ)। গত বুধবার ৯৮৬টি নমুনা পরীক্ষায় ১১০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ১৫ শতাংশ।
তিনি বলেন, গতকাল সুস্থ হয়েছেন ৪৬ জন। এতে করোনাক্রান্তদের মধ্যে আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ২৯১ জনে। এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসায় সুস্থ হন ৩ হাজার ২২৯ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হন ১৩ হাজার ৬২ জন।
বৃহস্পতিবার করোনা রোগীদের মধ্যে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুহীন অষ্টম দিন অতিবাহিত করলো চট্টগ্রাম। জেলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩০১ জন, যাতে শহরের ২০৮ ও গ্রামের ৯৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি (৬ জন) আক্রান্ত বাঁশখালীতে। এছাড়া, হাটহাজাারীতে ৪ জন, রাউজানে ৩ জন, লোহাগাড়ায় ২ জন এবং আনোয়ারা, পটিয়া ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি