করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে নিউইয়র্ক।
অঙ্গরাজ্যটির মেয়র বিল দে ব্লাজিও এই বিধিনিষেধ আরোপ করেন। এসময় মেয়র জানান, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এটাই শেষ সুযোগ। নতুন নিষেধাজ্ঞার আওতায় পানশালা, রেঁস্তোরা, জিম রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।
এছাড়া ১০ জনের বেশি জনসমাগমেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
করোনার প্রথম ধাক্কায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। প্রথম দফার সে ঢেউ কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেও আবার শুরু হয়েছে দ্বিতীয় ঢেউ।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের নতুন করে এক লাখ ৪২ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে প্রায় দেড় হাজার মানুষ। আর মোট শনাক্ত এক কোটি ৭ লাখের বেশি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি