জিম্বাবুয়ে সিরিজ থেকে ব্যাটে বসস্ত চলছে মাহমুদউল্লাহর। সাবলীল ব্যাটিংয়ে আগের সিরিজেই সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটসম্যান। মাঝে এক টেস্ট বিরতি দিয়ে আবারও শতকের দেখা পেলেন তিনি।
২০১০ সালে টেস্ট ক্যারিয়ারের শুরু দিকে পেয়েছিলেন প্রথম সেঞ্চুরি। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই অর্জনের পর আরেকটি সেঞ্চুরির জন্য মাহমুদউল্লাহকে অপেক্ষা করতে হয়েছে ৮ বছর। তবে তৃতীয়টির জন্য বেশি দেরি করলেন না, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করার এক ম্যাচ পরই পেলেন টেস্ট ক্যারিয়ারের তিন নম্বর শতক।
রোস্টন চেসের বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান মাহমুদউল্লাহ। সাত নম্বরে ব্যাট করা তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ২০৩ বলে আসে তার সেঞ্চুরি। মাহমুদউল্লাহর ও তিনটি হাফসেঞ্চুরি মাধ্যমে ৫০৮ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসানের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ব্র্যাথওয়েট। সাকিবের পর আবার আঘান আনেন মিরাজ। ৬ ওভারে ২ উইকেট হাড়িয়ে ৬ রান সংগ্রহ করে সফরকারীরা।