“অধিকার কেউ কাউকে দেয়া না, অধিকার আদায় করে নিতে হয়। মেয়েদেরও অধিকার আদায় করে নিতে হবে। তবে, অধিকার আদায়ে কোনো পারিবারিক ঝামেলা যেন না হয়”।
রোকেয়া দিবস উপলক্ষে রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রোকেয়া পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে নারী শিক্ষার প্রসার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে ৫ জনকে রোকেয়া পদকে ভূষিত করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি