রংপুর রাইডার্সকে মাত্র ৯৮ রানে অলআউট করে সহজ জয়ের প্রত্যাশাই ছিল চিটাগং ভাইকিংসের। তবে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মুশফিকুর রহিমদের। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩ উইকেটের জয়ে বিপিএলের ষষ্ঠ আসর শুরু করেছে চিটাগং।
টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগং বোলারদের সামনে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয় গত আসরের চ্যাম্পিয়ন রংপুর। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে চিটাগং ব্যাটসম্যানদেরও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি