করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী একদিনে রেকর্ড ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। যা এ পর্যন্ত সর্বোচ্চ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন সাত কোটি ৪৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজারের বেশি।
এবং এ পর্যন্ত সুস্থতা ছাড়িয়েছে ৫ কোটি ২৩ লাখ ৭২ হাজারের বেশি। এদিকে, আসন্ন বড়দিন উপলক্ষে সামাজিক ও পারিবারিক জমায়েতে ইউরোপবাসীকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সতর্কাবস্থায় না থাকলে আগামী বছরের প্রথম অংশে ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।