1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
সৌদি নারীদের বিপন্নতার গল্প শোনাবেন কানাডায় আশ্রিত রাহাফ - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

সৌদি নারীদের বিপন্নতার গল্প শোনাবেন কানাডায় আশ্রিত রাহাফ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

কানাডায় আশ্রিত রাহাফ মুহাম্মেদ আল কুনুন (১৮) জানিয়েছেন, মানুষকে তিনি সৌদি নারীদের বিপন্নতার গল্প শোনাবেন। কানাডায় বৈধ আশ্রয় পাওয়ার পর রাহাফ সে দেশের সংবাদমাধ্যম টরেন্টো স্টারকে বলেছেন, সেখানে গিয়ে পুনর্জন্মের আনন্দ অনুভব করেছেন তিনি।

পরিবারের সঙ্গে কুয়েতে বেড়াতে গিয়ে ৬ জানুয়ারি (রবিবার) সেখান থেকে পালিয়েছিলেন ১৮ বছর বয়সী রাহাফ। থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করতে গিয়ে ব্যাংককের অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হন তিনি। অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী রাহাফকে আটক করে হোটেলের একটি রুমের ভেতর বন্দি রাখা হয়। জোর করে তাকে কুয়েতেগামী বিমানে তুলে দেওয়ার চেষ্টাও করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে ৭ জানুয়ারি (সোমবার) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাকে বৈধ শরণার্থীর স্বীকৃতি দেয়। অস্ট্রেলিয়ায় আশ্রয় না মিললেও এক পর্যায়ে কানাডায় বৈধ আশ্রয় পান তিনি।

টরেন্টো স্টারকে দেওয়া সাক্ষাৎকারে রাহাফ বলেন, ‘আমাদের বস্তু হিসেবে দেখা হয়, দেখা হয় দাসের মতো করে। মানুষকে আমি আমার গল্পগুলো শোনাতে চাই। সৌদি নারীদের কী অবস্থার মধ্যে থাকতে হয়, তা জানাতে চাই।’

১১ জানুয়ারি (শুক্রবার) দিনের প্রথম ভাগে থাইল্যান্ডের অভিবাসন পুলিশ প্রধান সুরাসাতি হাকপার্ন জানান, ‘অস্ট্রেলিয়া তার শরণার্থী আবেদন গ্রহণ করেছে। কিন্তু তিনি কোথায় যেতে চান সে বিষয়টি জানতে অপেক্ষায় আছি। কানাডাও কুনুনকে আশ্রয় দেওয়ার প্রস্তাব করেছে। তিনি কানাডায় যেতে রাজি হয়েছেন।’ একইদিনে হাকপার্ন তার বক্তব্য প্রত্যাহার করে নিলেও  পরে দুই ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্স ভিন্ন ভিন্ন সূত্রে তার কানাডায় আশ্রয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

কানাডায় আশ্রয় পাওয়ার ব্যাপারে রাহাফ টরেন্টো স্টারকে বলেন, ‘আমি কখনও ভাবিনি, এটা সম্ভব হবে। ১ শতাংশ প্রত্যাশাও ছিল না আমার। কানাডায় আমি খুব নিরাপদ বোধ করছি, এইদেশে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ আছে। এখানে আসার পর প্রত্যেকের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমার পুনর্জন্মের আনন্দ অনুভূত হচ্ছে।’

৯ জানুয়ারি (বুধবার) কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে জানিয়েছিলেন, রাহাফের বিষয়টি তাদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে। ‘কানাডা সবসময় মানবাধিকার প্রশ্নে অবস্থান নেবে। নারীর অধিকার নিশ্চিতে তো অবশ্যই।’ সেই ধারাবাহিকতায় তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে জাস্টিন ট্রুডোর দেশ।

নারী অধিকারের পক্ষে জোরালো অবস্থানের কারণে আলোচিত প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের জানান, ‘কানাডার পক্ষ থেকে বরাবরই দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে, বিশ্বজুড়ে আমরা মানবাধিকার ও নারীর অধিকারের পক্ষে অবস্থান নেব। সে কারণেই জাতিসংঘের পক্ষ থেকে আমাদের সহায়তা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমরা রাহাফকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজ ডেস্ক / বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আপিলেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন 

আপিলেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন 

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ঢাকা-খুলনা রুটে ট্রেন চলবে যেদিন থেকে

ঢাকা-খুলনা রুটে ট্রেন চলবে যেদিন থেকে

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
টানা ৪ দফায় কত কমলো স্বর্ণের দাম

টানা ৪ দফায় কত কমলো স্বর্ণের দাম

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ডিজেল-কেরোসিনের দাম কমল

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের ভূমিধস বিজয়

ট্রাম্পের ভূমিধস বিজয়

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
এলপিজির দাম কমালো বিইআরসি

এলপিজির দাম কমালো বিইআরসি

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.