যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডন থেকে আজ বৃহস্পতিবার ২০২ যাত্রী নিয়ে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে। এই ফ্লাইটে আসা ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই সিলেটের। বাকী ৩৭ যাত্রীকে নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আসে বিমানটি।
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই লন্ডন থেকে দেশে ফেরা সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
সব যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে আসলেও, যাত্রীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখে সিলেট ওসমানী বিমানবন্দরে থাকা স্বাস্থ্য বিভাগের একটি দল। এছাড়া, স্ক্রিনিংয়ের পর সব যাত্রীকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হয়।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি ২০২ ফ্লাইটে করে ১৬৫ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন। তাদেরকে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের একটি দল।